সিবিআই সকালে নারদ কাণ্ডে গ্রেপ্তার করলো রাজ্যের দুই মন্ত্রী ও দুই নেতা কে

আজকে সিবিআইয়ের আধিকারিকরা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখ্যোপাধ্যায় ,ফিরহাদ হাকিম , বিধায়ক মদন মিত্র
ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় কে গ্রেপ্তার করে নিয়ে আসেন নিজাম প্যালেস তাদের সদর দফতরে । এর পরে তাদের এরেস্ট মেমো তে সই করানো হয় । তাদের চার্জশিট এই মামলায় চার্জশিট পেশ করা হয়েছিল ,এর পরেই সিবিআই দফতরে এই ভাবে মন্ত্রী অথবা এমএলএ দের
স্পিকারের সম্মতি না নিয়ে গ্রেপ্তার করা যায় না ।