সিভিক ভলান্টিয়ার নিগ্রহে ধৃত ২

Young man in handcuffs

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: শনিবার  বারাসত –  বেড়াচাঁপা  ট্র্যাফিক  নিন্ত্রনের  সময়  শরিফুল  ইসলাম  নামক  এক  ভ্যানচালক  দলবল  নিয়ে  এসে  সিভিক  পুলিশ  কর্মীকে  বেধড়ক  মারধর  করে।  কর্তব্য রত   সিভিক ভলান্টিয়ার    কে  মারধরের  জন্য  সোম বার  ধরা  হল  শরিফুল  ইসলাম  ও  রফিফুল  মন্ডলকে।  ঐ   রাস্তায়  সিসি  ক্যামেরা  খারাপ  থাকায়  অভিযোগ  ছিল।  সেগুলি  খুব  তাড়াতাড়ি  সরানো  হবে  বলে  জানান  পুলিশ  কর্ত্তৃপক্ষ ।