সীমানা সুরক্ষা নিয়ে পুলিশ কে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  রবিবার  ই  কেন্দ্র  সব রাজ্য  সরকার কে নির্দেশ  পাঠিয়েছিল যে তারা যেন তাদের নিজ  নিজ রাজ্যে  সীমানা  সিল  করার নির্দেশ দেন ।গতকাল মুক্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়  রাজ্যের সব জেলা শাসক  ও পুলিশ  সুপারদের সাথে  বৈঠক করে পই  পই  করে বুঝিয়ে দিলেন  সীমানা  সুরক্ষা নিয়ে তিনি কারু কোনো গাফিলতি  বরদাস্ত করবেন না । এক্ষেত্রে  কারুর  সুপারিশ  মানার দরকার নেই  বলে তিনি জেলা প্রশাসনের কাছে কড়া  বার্তা পাঠান ।