সীমান্তে অনলাইন ব্যবস্থা চালু করতে যাচ্ছে শুল্ক দফতর

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :    যারা আমদানি রফতানির  ব্যবসা  করেন তাদের সুবিধার কথা ভেবেই কেন্দ্রীয় শুল্ক দফতর সীমান্তে  অনলাইন  ব্যবস্থা চালু করতে চাইছে । পশ্চিমবঙ্গে  ভুটান  এবং বাংলাদেশের সীমান্তে  ২১ টি ল্যান্ড  কাস্টম  স্টেশনে  অধিকাংশ তেই  এ ব্যবস্থা ছিল না , এই মাসের ১৫ তারিক  কলকাতার খিদির পুর  ডক  জলপাইগুড়ির চামুর্চি  এবং বশিরহাটের  ভোজাডাঙায়  চারটি কেন্দ্রে অনলাইন  ব্যবস্থা চালু হয়ে গিয়েছে ।