দীর্ঘ অপেক্ষার পর আগামী ১৭ ডিসেম্বর হলদিবাড়ি – চিলাহাটি রেলপথ চালু হবে। দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে হলদিবাড়ি ও চিলাহাটিতে দুটি পৃথক অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন। =বুধবার রেলের ডি আর এম হলদিবাড়িতে এসে সিগনালিং ,টিকিট কাউন্টার, পার্কিং ও স্টেশন ঘুরে দেখেন এবং অনুষ্ঠানের ব্যাপারে নির্দেশ দেন। পরে ইঞ্জিনে উঠে তিনি আন্তর্জাতিক সীমান্তে যান।