সুনীল কুমার গুপ্ত নির্বাচিত হলেন উপরাষ্ট্রপতি সচিব হিসাবে

পশ্চিমবঙ্গে রাজ্যপাল থাকাকালীন ধনকরের সচিব হিসাবে কাজ করেছিলেন পশ্চিমবঙ্গের আইএ এস অফিসার সুনীল কুমার গুপ্ত ।গতকাল মন্ত্রিসভার নিয়োগ কমিটি ,সিদ্ধান্ত নিয়েছে ,সুনীল বাবু কে রাজ্য থেকে দিল্লিতে নিয়ে আশা হচ্ছে ধনকরের সচিব হিসাবে নিয়োজিত করার জন্য ।নবান্নের শীর্ষ মহল ধনকরের আবেদন টি মঞ্জুর করেছেন ।