খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অযোধ্যা মামলা তে সুপ্রিম কোর্ট তাদের রায় শোনানোর পরে সুন্নি ওয়াক অফ বোর্ডের আইনজীবী জিলানী জানিয়েছিলেন তারা এই রায়ে সন্তুষ্ট নন বোর্ডের কমিটি বিবেচনা করলে তারা পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টে জানাতে পারে এই রায়ের ব্যাপারে ।কিন্তু বিকেল গোড়াতেই উত্তর প্রদেশ সুন্নি ওয়াক বোর্ডের চেয়ারম্যান জাফর ফারুকী জানান “বোর্ড এই রায় মাথা পেতে নিচ্ছে উত্তর প্রদেশ সুন্নি ওয়াক অফ বোর্ড ওই রায় নিয়ে আদালতে পুনর্বিবেচনার করতে যাবে না “।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...