সুফল বাংলা বিপণিতে সবজি অমিল

খবর  ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক :বছর  তিনেক আগে  দিনহাটার নতুন চওড়াহাট  বাজারে সুফল বাংলার স্টল খোলা হয়। শুরুতে শাক সবজির সঙ্গে নানা দরকারি জিনিস ও পাওয়া যেত। পরে বেশ কিছুদিন বন্ধ  থাকার পর আবার পেয়াঁজ বিক্রী করে ষ্টল চালু হয়। এখন লকডাউনে আলু ছাড়া আর কিছু পাওয়া যায় না। মোবাইল ভ্যান পরিষেবাও নেই। বাসিন্দারা বাড়িতে আসা ভ্যান থেকেই বেশি দামে সবজি কিনছেন। প্রশাসন সূত্রে খবর সরকারি নির্দেশ এলেই স্টলে অন্যান্য সবজির ব্যবস্থা করা হবে। ভ্যান পাওয়া গেলে পরিষেবা দেওয়া হবে।