সুভাষ চন্দ্র বসু

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : নেতাজী   সুভাষ  চন্দ্র  বসুর  জন্ম  কটক   অধুনা  ওড়িষ্যায়   ২৩  শে   জানুয়ারী   ১৮৯৭  সালে । তার  পিতা   জানকী   নাথবসু  ছিলেন  কটকের  প্রখ্যাত  আইনজীবী। তার  মাতার  নাম  প্রভাবতী  দেবী তার  স্কুল  শিক্ষা  হয়েছিল  রাভেনশা  স্কুলে  কটাকে। তার  দাদারা  হলেন  শরৎচন্দ্র  বসু ও  সুরেশ  চন্দ্র  বসু । তার স্ত্রীর  নাম এমিলি শেঙ্কেল। তার  কন্যার  নাম  অনিতা  পাফ বসু  ।