সুভাষ বসু ও তার শিক্ষা ক্ষেত্র

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : সুভাষচন্দ্র  বসু  ষষ্ঠ  শ্রেণী  পর্যন্ত্য  কটকের  বর্তমানে  স্টুয়ার্ট  স্কুলে  পড়াশুনা  করেছিলেন। এর  পর  ভর্ত্তি   হন  কটকের  রাভেনশ   কলিজিয়েট   স্কুলে। তিনি  ছিলেন  মেধাবী  ছাত্র। ১৯১১  সালে  ম্যাট্রিককুলেশন   পরীক্ষায়  কলকাতা  থেকে  প্রথম  স্থান  অধিকার  করেন  তিনি। ১৯১৮  সালে  কলকাতা  বিশ্ববিদ্যালয়ের  অধিভুক্ত  স্কটিশ  চার্চ  কলেজ  থেকে  দর্শনে  সাম্মানিক সহ  বি.এ  পরীক্ষায়  উর্ত্তীন  হন। এর পর  তিনি  কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের   ” উচ্চশিক্ষার্থে  ভর্ত্তি  হন। সিভিল  সার্ভিস  পরীক্ষায়  সফল  ও  হন। কিন্তু  সরকারী   গোলামী  করবেন না  বলে  তা  প্রত্যাখান   করেন।