খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:বামফ্রন্ট আমলে সি পি আই (এম ) দলের মন্ত্রী সুশান্ত ঘোষের দলীয় তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হল। সুশান্ত বাবু কিছু দলীয় নিয়ম লঙ্খন করেছিলেন এই অভিযোগে তদন্ত কমিশন গঠন করেছিল আলিমুদ্দিন স্ট্রীট ।বুধবার সি পি আই (এস) এর রাজ্য কমিটির বৈঠকে জানান হয় আরও কিছুদিন ঐ তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হল।বুধবারের বৈঠকে সুতিরাম টুডুও সান্তনু বসুকে গঠন তন্ত্রের ১৯ (১৩) ধারায় সরাসরি বহিস্কার করা হয়।