সেতুতে শেষ স্প্যান বসল

নানা বাধা পেরিয়ে  বাংলাদেশের পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হল। এটি সেতুর ৪১ নম্বর স্প্যান। এটি বসানোর পর সেতুর কাঠামো দৃশ্যমান হয়। এই সেতু ৬.১৫ কিমি লম্বা। ২০১৭সালে এই  সেতু তৈরির কাজ শুরু হয়। মাঝে বন্ধ হলেও পরে চিনের  সাহায্যে সেতুর কাজ শুরু হয়। সেতু তৈরির খরচ প্রায় ৩০১৯৩ কোটি টাকা। সেতুর একতলা দিয়ে ট্রেন ও আরেকটি তলা দিয়ে  গাড়ি যাতায়াত করবে। এবারে ঢালাই ,রেলের স্ল্যাব  বসানো ও অন্যান্য কাজ  শুরু হবে।