সেতুর উদ্বোধন আগামী বছরে

আগামী বছরের গোড়াতেই তিস্তা নদীর ওপর নির্মিত হলদিবাড়ি ও মেখলিগঞ্জ সংযোগকারী জয়ী সেতু মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। কাজের অগ্রগতি দেখতে রাজ্যের পূর্তমন্ত্রী সামনের সপ্তাহে কোচবিহার আসছেন। সেতুটি লম্বায় ২.৭ কিমি এবং সেতুতে গাড়ি চলার রাস্তা ৭.৫ মিটার।বর্তমানে সেতুতে আলো লাগানো ও  রাস্তায় পিচের  কাজ চলছে। সেতু চালু হলে হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জের  দূরত্ব কমে দাঁড়াবে মাত্র ১২ কিমি।