সেতুর কাজের সূচনা

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বুধবার দিনহাটা ১ ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতে বুড়া ধরলা নদীর  উপর সেতু নির্মান কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।  এই নদীর  দুই পাশে অনেক গ্রাম থাকায় দুদিকের লোকেরাই দীর্ঘদিন ধরে যাওয়া আসার সমস্যায় ছিলেন। সেতুটি লম্বায় ৬০ মিটার  এবং এর জন্য ৪৫ লক্ষ টাকা খরচ করা হবে। গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকেই এই টাকা মঞ্জুর করা হয়েছে।