সেতু ও রাস্তা ভাঙায় যোগাযোগ বিচ্ছিন্ন

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :জলের চাপে সেতু ও রাস্তা ভেঙে গ্রামবাসীরা বিপদের সম্মুখীন। বুধবার রাতে প্রচন্ড বৃষ্টিতে পদমতি ২ এলাকার কালীর স্থানে পাকা সেতুর কিছু অংশ সহ কিছু রাস্তা ভেঙে পড়ে। ফলে বিচ্ছিন্ন হয়ে যান কয়েক হাজার লোক। তারা জানান জলে কচুরিপানা ভেসে এসে সেতুর মুখ বন্ধ করে দেয়। ফলে জল যাওয়া বন্ধ হয়ে যায়। জমা জলের চাপ রাস্তা ও সেতু সহ্য না করার ফলে দুইই ভেঙে যায়। স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।