সেতু ডিরেক্টরেট করার ভাবনা চূড়ান্ত হলো

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : রাজ্যে  ১৫০০  মত  সেতু রয়েছে  রক্ষনাবেক্ষনের  জন্য ।গত সপ্তাহে  মন্ত্রী সভার  বৈঠকে  সেতু  ডাইরেক্টরেটের  আন্ডারে  ৮৪ জন  ইঞ্জিনিয়ার  নিয়োগের সিদ্ধান্ত  নেয়া হয়েছে ।মাঝেরঘাট  টালার  মত  সেতু ভাঙার  পরে  পূর্ত  দফতর  তৎপর হয় । তার পরে পূর্ত দফতর কে তিনটি  ভাগে ভাগ  করা হয়  ১) পূর্ত দপ্তর  ২) পূর্ত দফতর  ও সড়ক  ৩) পূর্ত দফতর ও সেতু , উঠে  যাচ্ছে পূর্ত সামাজিক দফতরের  বিভাগটি ।