সেমী কন্ডাক্টর কারখানা তৈরি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন মার্কিন প্রতিনিধির সাথে

গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমেরিকার কনসাল জেনারেলের সাথে বৈঠক করে এই বার্তাই দিলেন যে কলকাতা তে সেমী কন্ডাকটর কারখানা তৈরির জন্য তারা জমি দিতে প্রস্তুত ।গতকাল নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান ,আগামী ৫-৬ ফেব্রুয়ারী বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের আগে ,আমেরিকার সংশ্লিষ্ট কর্তাদের আলোচনা করে এই সংক্রান্ত রূপরেখা তৈরীর প্রস্তাব দেওয়া হয়েছে ।