খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শনিবার দুপুরে নাগরাকাটায় পুলিশ ৩১ সি জাতীয় সড়কে অসম থেকে আসা একটি গাড়ি থেকে ৫০ টি সোনার বিস্কুট উদ্ধার করে। তিনজনকে গ্রেপ্তার করা হয় রবিবার আদালতে তোলা হলে তাদের ১০ দিন পুলিশ হেফাজত হয়েছে। উদ্ধার করা বিস্কুটের বাজার মূল্য ৪ কোটি টাকা। তদন্ত চলছে। পুলিশ দেখছে বিদেশি যোগ আছে কি না কোথা থেকে সোনা আসছিল ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং চক্রের মাথা কে সবই খতিয়ে দেখছে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...