সোনা ছাড়াতে পারে ৭০ হাজারের গন্ডি

সর্ব ভারতীয় গয়না ব্যবসায়ীদের সংগঠন অল ইন্ডিয়া জেমস ও জুয়েলারী কাউন্সিলের ধারণা ২০২৪ সালে সোনার দাম ২৪ ক্যারাট (১০ গ্রামের) ৭০ হাজারের উপর চলে যেতে পারে ।তাদের এই পূর্বাভাষ কাঁপুনি ধরাচ্ছে গয়না ব্যবসায়ী ও ক্রেতাদের মনে বিশেষ করে অনুষ্ঠানে যাদের গয়না না কিনলেই নয় ।