খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত কাল কলকাতা হাইকোর্টের বিচার পতি জয়মাল্য বাগচী ও বিচারপতি মনোজিৎ মন্ডলের ডিভিশন বেঞ্চ সৌমিত্রখানের বিরুদ্ধে প্রতারনার মামলার শুনানি চলা কালীন রায় দেন । আগামী দু সপ্তাহ বিজেপীর বিষ্ণুপুর লোকসভা আসনের প্রার্থীর বাঁকুড়া জেলায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারী করা হল । প্রসঙ্গত উল্লেখ্য ওই লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ই মে ষষ্ঠ দফার ভোটে এ । তবে পুলিশকে কোর্ট নির্দেশ দিয়েছে এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার ও করা যাবেনা ।