খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: ধৰ্মতলায় এস.এস. সি র কর্ম প্রার্থীরা বেশ কয়েক দিন যাবৎ টানা রিলে অনশন চালিয়ে যাচ্ছে । এমন অবস্থায় দেখা গেল এক চাকরী প্রার্থিনী তার দুধের শিশু কে নিয়ে অনশন চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন । দুধের শিশুটি গরমে অস্থির হয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে । এই অবস্থায় তার স্বামী সেই কর্ম প্রার্থিনীর জায়গায় অনশনে বসেন । তিনি কেন ? এই প্রশ্নের জবাবে স্বামী বলেন ” বাচ্চা ও স্ত্রীকে বাচাতেই আমার এই পথ ধরতে হয়েছে ।