স্থানীয় সমস্যা : রাজারহাট গোপালপুর বিধানসভা (১১৭)

পূর্বতন  রাজারহাট (সংরক্ষিত ) বিধানসভাটি  ভেঙে ২০১১ সালে  নতুন দুটি  বিধানসভা করা হয় ।একটি হলো রাজারহাট  -গোপালপুর  অন্যটি হলো রাজারহাট -নিউটউন । এটি উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত একটি অসংরক্ষিত বিধানসভা  যেটি ১৬ নম্বর দমদম  লোকসভা কেন্দ্রের অন্তর্গত ।২০১১ সালের জনগণনা মতে  এই বিধানসভার ভোটার  সংখ্যা হলো ১৯২,২২৫। রাজারহাট-গোপালপুর গঠিত হওয়ার পরে ২০১১ সালের  বিধানসভা  নির্বাচনে এইখান  থেকে জয়ী হন পূর্ণেন্দু শেখর বোস  তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে । ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি এইখান  পুনর্নির্বাচিত হন  এবং পশ্চিমবঙ্গ মন্ত্রী সভার সদস্য হন ।তিনি ভোট পেয়েছিলেন ৭২,৭৯৩ টি  (৪৪.৩৮%)। এই বিধানসভাটি ভিআইপি রোডের  পাশে  কিন্তু এইখানকার  ভিতরকার  রাস্তাঘাট,জল  এবং আলোর সমস্যা এখনো সুষ্ঠ  ভাবে সমাধান হয়নি । আর সব বিধানসভার  মতো  এইখানেও বেকারত্ব,শিক্ষা ও স্বাস্থ্যের সময়সা আছে ।