স্পিকার তলব করলো মুকুল রায়কে

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দল বদলের শুনানিতে এইবার স্পিকার তলব করছেন মুকুল রায় কে গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভাতে দল ত্যাগের অভিযোগ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পরে স্পিকার কৃষ্ণনগর উত্তরে বিজেপি বিধায়ক মুকুল রায় কে নোটিশ দিয়েছেন শুনানিতে হাজির হওয়ার জন্য ।গতকাল বিরোধিতা দলনেতা তার দুই আইনজীবীকে কে সঙ্গে নিয়ে দলত্যাগ বিরোধী আইনটি ব্যাখ্যা করে বোঝানোর পরে স্পিকার সেটি গ্রহণ করে এবং মুকুল বাবু কে হাজিরা দেওয়ার নোটিশ পাঠান ।