আজকে অমিত শাহ রুদ্রনীল ঘোষের হয়ে ভবানীপুরের অলিতে গলিতে রুদ্রনীল ঘোষের হয়ে প্রচার করলেন ।স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দিলেন বিজেপির সংকল্পপত্র ।তিনি যখন ভবানীপুরের সরু গলিতে তখন উলু ,শঙ্খধনি ,জয় শ্রী রাম এবং ভারত মাতা কি জয় স্লোগানে মাতোয়ারা হয় এলাকা । তিনি বলেন এই শহর সিটি অফ জয় হয়ে থাকবে ,আর কলকাতা হবে সিটি অফ ফিউচার ।মধ্যানভোজন সারেন বিজেপির প্রবীণ সদস্য সমরেন্দ্র প্রসাদ বিশ্বাসের বাড়িতে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...