স্বাধীনতার আগে ভারতের প্রথম বাজেট

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :স্বাধীনতার  আগে  পরাধীন  ভারতবর্ষে  প্রথম  বাজেট  পেশ  করেছিলেন  জেমস  উইলসন  তিনি  এই  বাজেট  পেশ  করেছিলেন  ১৮ই  ফ্রেব্রুয়ারী   ১৮৬৯   সালে। তার  তখন পদ    ভারতের  ভাইস  রয়ের   এডভাইসারী   কাউন্সিলের  অর্থনৈতিক  উপদেষ্টার । তিনি  ছিলেন  এক  জন  উচ্চ  পর্যায়ের  অর্থনৈতিক  ব্যক্তিত্ব। তিনি  শ্রদ্ধেয়  কার্লমার্কস  দ্বারা ও  প্রশংসিত  হয়েছিলেন।