খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করা হয়েছিল নভেম্বর ১৯৪৭ সালে। আমাদের দেশের প্রথম অর্থমন্ত্রী আর কে সম্মুগ্ম চেট্টি কংগ্রেস দল এর সদস্য ছিলেন না । তিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত শিল্প জগতের লোক। এর আগে তিনি কোচিন রাজ্যের দেওয়ান ছিলেন এবং রানীর অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। তিনি ছিলেন ব্রিটিশ পন্থী জাস্টিস পার্টির সদস্য।