স্বামীজীর মূর্তি শুদ্ধিকরণ করা হলো বাঁকুড়া তে

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  দিল্লির  জওহরলাল  নেহেরু  বিশ্ববিদ্যালয়ে স্বামীজীর  মূর্তির অবমাননার  জেরে বাঁকুড়া  শহরে জেলা  যুব মোর্চার সভাপতির  নেতৃত্বে লাল বাজার  মোড়ে  স্বামীজীর  মূর্তির শুদ্ধিকরণ করলো জেলা  বিজেপি যুবমোর্চা ।বিজেপির দলীয়  কর্মী  ও সমর্থকেরা  স্বামীজীর   মূর্তি  জল  এবং দুধ  দিয়ে ধুয়ে  পরিষ্কার  করেন এবং পরে মালা পরিয়ে দেন । যুবমোর্চার সভাপতি বলেন জেএনইউ বিশ্ববিদ্যালয়ে  এক দল  দুষ্কৃতী  স্বামীজীর  মূর্তি কে ভাঙচুর  করেছেন  আমরা  তার মূর্তিকে শুদ্ধিকরণ করলাম ।