স্বাস্থ্য সাথি নিয়ে বৈঠক হলো মুখ্য সচিবের সাথে হাসপাতাল গুলির

গতকাল রাজ্য প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে স্বাস্থ্য সাথী জন্য সরকারের উপর যাতে আর্থিক বোঝা অস্বাবাভিক ভাবে বেড়ে না যায় এবং যে সরকারি হাসপাতাল এবং নার্সিংহোম গুলি যেন মানুষ জন কে সেবা দিতে পারে সেই জন্য নতুনদ্বর পত্রের তালিকা নিয়ে মুখ্য সচিব স্বরাষ্ট্র ,অর্থ এবং স্বাস্থ্য সচিব এক যোগে নার্সিংহোমের মালিকদের নিয়ে তালিকা তৈরির কথা বলেনএর ভিত্তিতে শিগ্রই চিকিৎসার নতুন দ্বর ঠিক হবে ।