হাই কোর্টের কড়া নির্দেশ রাজ্য সরকার কে

২০১২ শালে স্কুলের শিক্ষক শিক্ষিকা দের জন্য একটি নতুন নিয়ম চালু করেছিল রাজ্য সরকার । স্কুলের শিক্ষক অথবা শিক্ষিকা হন এবং অপরজন বেসরকারি সংস্থার কর্মী হয়ে থাকেন ,তাহলে মাত্র একজন বিশেষ সুযোগ সুবিধা পেতেন । ২০১২ সালে তৈরি করা এই নিয়মটি ২০২১ সালে বাতিল হয় । ২০১২ থেকে ২০২১ শালের মধ্যে এক পঁয়সা দেয়নি রাজ্য সরকার। তাই বকেয়া ভাতা দেওয়ার জন্য ১৪ জনের ও বেশি শিক্ষক ও শিক্ষিকা রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানিয়েছিল ।সম্প্রতি ৬% সুদ সহ এই টাকা শিক্ষক শিক্ষিকা কে দেওয়ার নির্দেশ দিলো রাজ্য সরকার কে হাইকোর্ট ।