হাওড়া ব্রিজে দুর্ঘটনায় মৃত্যু ১ যাত্রীর

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : শনিবার দুপুরে ৭৩ নম্বর রুটের  দুটি বাস  হাওড়া  দিয়ে ধর্মতলার দিকে যাচ্ছিলো ,এক প্রতষ্যদর্শীর  বিবরণ  থেকে জানা যায়  যাত্রী বোঝাই  বাস  দুটি ব্রিজের উপর রেষারেষি  করছিলো এগিয়ে যাওয়ার জন্য বার  বার  যাত্রীরা  বাস  চালক ও কন্ডাক্টর কে সাবধানে  বাস  চালাতে  বলেন  কিন্তু তাতে  কান না দিয়ে তারা রেষারেষি বাড়িয়ে দেন  এবং ৭৩ নম্বর রুটের একটি বাস উল্টো দিক থেকে আশা  একটি ৪১ নম্বর রুটের মিনিবাস কে সরাসরি ধাক্কা মারে বেশ  কিছু  যাত্রী আহত ও জখমদের মধ্যে একজনের মৃত্যু হয়,পুলিশ বাজেয়াপ্ত  করেছে বাস দুটি  কে।