খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সোমবার হাওড়া জেলা স্বাস্থ্য দফতরের থেকে দেয়া তথ্যে জানা যাচ্ছে যে হাওড়া তে করোনা সংক্রমণ ক্রমশই উর্ধমুখী ।হাওড়া তে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৫০০ কাছাকাছি এদের মধ্যে রয়েছে ৪৮ জন স্বাস্থ্য কর্মী ,৭৫ জন পুলিশ কর্মী এবং ৩০৫ জন পরিযাজয়ী শ্রমিক । জেলা স্বাস্থ্য কর্তাদের আশঙ্কা গতকাল থেকে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস ,বাজার,দোকান এবং গণ পরিবহন চালু হয়ে যাওয়াতে সংক্রমণ লাগাম ছাড়া হারে বাড়বে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...