খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এখন থেকে হাতি না তাড়িয়ে তাদেরকে গাইড করে বনে ফেরানো হবে বলে পরিকল্পনা করা হয়েছে। এর জন্য ১০ সদস্যের ১০টি টিম তৈরি হয়েছে। প্রত্যেক টিমে একজন করে টিম লিডার থাকবেন। প্রতিদলে একটি ওয়াকিটকি থাকবে। সদস্যদের সার্চ লাইট হেডলাইট দেওয়া হবে। রেঞ্জ অফিসার জানান এতে বাড়ির,ফসলের ক্ষতি ও প্রাণহানি রোধ করা যাবে। এখন প্রতিদিন মানুষ হাতির সংঘাত বাড়ছে।গত বছর হাতির হানায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং বনদপ্তরকে ৫০ লক্ষ টাকার বেশী ক্ষতিপূরণ দিতে হয়েছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...