হাতির হানায় মৃত্যু বৃদ্ধ

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : মেদিনীপুরের লালগড়ে  হাতির হানায়  এক যুবকের  মৃত্যুর  ২৪ ঘন্টা  পার  হতে না হতেই মাঠে  পায়খানা  করতে  গিয়ে  হাতির হানায় প্রাণ হারালেন ঝাড়গ্রাম  থানার  খড়িকাশুলি  গ্রামের  এক বৃদ্ধ (৭২) নাম নীলকান্ত  মাহাতো । তার  চিৎকার  শুনে  গ্রামের লোকেরা  তাকে  দ্রুত  সুপার স্পেসালাটি হাসপাতালে  যায় কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ।