হায়দরাবাদ হারাল ওড়িশাকে

গত বার আই  এস এলে প্রথম ম্যাচেই এটিকে  ৫-০ গোলে  হারিয়েছিল  হায়দারাবাদকে। তবে সোমবার তারা এবারের আই এস এলে  খেলা শুরু করল  ওড়িশাকে  ১-০  গোলে হারিয়ে। শুরু থেকেই দারুন খেলতে থাকে হায়দরাবাদ। ৭ মিনিটে আকাশ মিশ্রের শট বাঁচান ওড়িশা গোলরক্ষক অর্শদীপ সিংহ। ২৬ মিনিটে আরিদানের শট অল্পের জন্য বাইরে যায়। ৩৪ মিনিটে নার্জারির শট বক্সে হাতে লাগে ওড়িশার টেলরের। রেফারি  পেনাল্টি দেন। আরিদানে  পেনাল্টি  থেকে গোল করতে ভুল করেননি। ৪৪ মিনিটে  আরিদানের শট বাঁচান অর্শদীপ।  ম্যান অফ দ্য  ম্যাচ আরিদানে