হিন্দুবাদ ও গান্ধী

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক:হিন্দুবাদ  সম্পর্কে  তার  উক্তি  ”  এই  বাদ   আমাকে  পরিপূর্ন  ভাবে   তৃপ্ত  করে  ,  আমার  সম্পূর্ণ  স্বত্ত্বাকে  পরিপূর্ন  করে।  যখন  সংশয়  আমাকে  আঘাত  করে  ,  যখন  হতাশা  আমার  মুখের  দিকে  কড়া  চোখে  তাকায় ,  এবং  দিগন্তে  আমি  এক  বিন্দু    আলো দেখতে  পাইনা  তখন  আমি  ফিরে   তাকাই  ”  ভগবৎ  গীতার   দিকে ”  এবং  নিজেকে  শান্ত  করার  একটি  পংত্তি  খুঁজে  নিই   এবং  আমি  অনতি বিলম্বে অত্যাধিক  কষ্টের  মাঝেও   হেসে  উঠে।  আমি  ভাগবত  গীতার  শিক্ষার  কাছে  কৃতজ্ঞ|