হিমাচলে ৮ ডিসেম্বর জানা যাবে কে ক্ষমতায় আসছে সেই রাজ্যে

গতকাল ছিল হিমাচলের বিধানসভার ৬৮ টি আসনের নির্বাচন ,ফল প্রকাশ হবে আগামী ৮ ডিসেম্বর ।কমিশনসূত্র অনুযায়ী জানা যাচ্ছে বিকেল ৫ টা অব্দি ভোট পড়েছে ৬৬%। হিমাচলের ভোট নিয়ে তাদের সর্বভারতীয় সভাপতি বলেন ,ফের হিমাচলেরভোটে জিততে চলেছে বিজেপি । ফের জয়রাম ঠাকুর হবেন তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী ।