গতকাল ছিল হিমাচলের বিধানসভার ৬৮ টি আসনের নির্বাচন ,ফল প্রকাশ হবে আগামী ৮ ডিসেম্বর ।কমিশনসূত্র অনুযায়ী জানা যাচ্ছে বিকেল ৫ টা অব্দি ভোট পড়েছে ৬৬%। হিমাচলের ভোট নিয়ে তাদের সর্বভারতীয় সভাপতি বলেন ,ফের হিমাচলেরভোটে জিততে চলেছে বিজেপি । ফের জয়রাম ঠাকুর হবেন তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...