খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :হিলিতে এক শ্রেণীর যুবক মদে আসক্ত হয়েছে।ফলে বেড়ে চলেছে পারিবারিক অশান্তি। তার সঙ্গে বাড়ছে চুরি। এলাকার বাসিন্দারা এ ব্যাপারে পুলিশ ও প্রশাসন কে দায়ী করেছেন। পুলিশ জানিয়েছে জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চলছে এবং প্রচুর মামলাও করা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ সকাল থেকে রাত অবধি নেশাখোররা দাপিয়ে বেড়ায়। প্রতিবাদ করলেই অশান্তি শুরু হয়। অবিলম্বে এ জিনিষ বন্ধ হওয়া দরকার।