খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কথিত আছে ওড়িশা থেকে বিশ্বাস পরিবার হুগলির দশঘরা তে এসে বসবাস শুরু করেন । হুগলি জেলার মন্দির নগরী তারকেশ্বর থেকে এই জায়গা টি ১২ কিমি উত্তরে অবস্থিত । সদানন্দ বিশ্বাস ব্যবসায়ী পরিবারের লোক ১৮ শো শতাব্দীতে এইখানে এসে বসবাসের জন্য বসত বাটি স্থাপনের সাথে সাথে গোপালের মন্দির দূর্গা দালান ও একটি বিশাল পুকুর খনন করেন । এরা বৈষ্ণব হলেও মপুজোতে ছাগ বলির প্রথা এদের প্রচলিত আছে । বর্তমানে ১২০ টি বিশ্বাস পরিবারের লোকজনেরা মিলে গোপীনাথ দেবোত্তর ট্রাস্টের মাধ্যমে এই পুজোটি অনুষ্ঠিত করে থাকেন । প্রতিমা বিসর্জন দেয়া হয় মন্দিরের কাছেই গোপী সায়রে যে জলাধারটি সদানন্দ বিশ্বাস নির্মিত করেছিল ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...