হুগলির বিজেপি এমপি প্রশ্ন তুললো এই দুঃসময়ে মুখ্যমন্ত্রী কোথা থেকে ক্লাবগুলিকে টাকা দিচ্ছেন

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : বিজেপির  হুগলির সাংসদ  লকেট  চ্যাটাজি প্রশ্ন  তুললেন দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে  যেইখানে  রাজ্যের  ভাড়ার  শুন্য  বলে আপনি নিজেই বলছেন সেইখানে  আরামবাগের ক্লাবগুলিকে কোথা  থেকে আপনি লক্ষ্য  লক্ষ্য  টাকা  দিচ্ছেন  অথচ  আপনি বলে যাচ্ছেন কেন্দ্র  টাকা  দেয়  না  আমাদের  ভাঁড়ার  শুন্য পশ্চিমবঙ্গের  মানুষ দেখছে স্বাস্থ্য  ব্যবস্থা ভেঙে  পড়েছে রেশন দুর্নীতিতে চেয়ে গেছে রাজ্য ,এই অবস্থায় রাজ্যে যখন লকডাউন  চলছে  তখন তিনি কি করে থানা থেকে রাজ্যগুলির জন্য টাকা বিলি করছেন ।