হুগলীর চম্বলে পুলিশ কমিশনারের আশ্বাস

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল  চন্দন  নগরের  চম্বলে রবীন্দ্রনগর  খেলার  মাঠে  স্থানীয়  পঞ্চায়েতের  উদ্যোগে  প্রাথমিক  বিদ্যালয়ের  ছাত্রছাত্রীদের  ক্রীড়া  প্রতিযোগিতা  অনুষ্ঠিত  হয় , উপস্থিত  ছিলেন  পুলিশ  কমিশনার  হুমায়ুন  কবীর  , ডি  সি  কান্নন   ও  চুঁচুড়া  থানার  ও সি । প্রতিযোগিতা  উদ্বোধন   করেন  পুলিশ  কমিশনার|তিনি মাইক হাতে  নিয়ে    বলেন  ”আমি  কথা  দিয়ে  যাচ্ছি  ২৬ জন  অপরাধী  ধরা  পড়েছে। আমাদের  এই  অভিযান  চলবে । এলাকাকে  অপরাধী  মুক্ত  করে  শান্তি  ফিরিয়ে  আনাই  আমাদের  লক্ষ্য। আপনাদের  সহযোগিতা  আমাদের  দরকার ।