হুন্ডাইয়ের উদ্বোধন করলেন শাহরুখ খান

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  অটো  এক্সপোর  উন্মোচন  ও নতুন গাড়ির লঞ্চের  মধ্যে দিয়ে পঞ্চদশ অটো এক্সপো  নয়ডা  তে  অনুষ্ঠিত হচ্ছে । হুন্ডাই  ক্রেটা লঞ্চ  করবে আগামী মার্চ ২০২০ সালে । এই বারের মেলায়  হুন্ডাই  ক্রেটা  লঞ্চ  করলেন এই গাড়ির অ্যাম্বাসেডর  কিং শাহরুখ  খান । হুন্ডাই  গাড়িটিতে  ক্যাবিন সুন্দর  ভাবে তৈয়ারি  করেছেন । গাড়িতে  রয়েছে টাচ স্ক্রিন  এয়ার পিউরিফায়ার ,পাওয়ার  এডজাস্টেবল সিট্  সহ  সব  নতুন ব্যবস্থা  এই ছাড়াও  রয়েছে গাড়িতে রয়েছে পূর্ণ যাত্রী নিরাপত্তা  ব্যবস্থা , গাড়িটি আনা  হয়েছে তিনটি রঙের ।