১০০ কোটি বরাদ্দ

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় দুটি ক্ষুদ্র সেচ প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এতে ২ হাজার ক্ষুদ্র সেচ  প্রকল্পের কাজ হবে  এবং ১২ হাজার হেক্টর জমি সেচের আওতায় চলে আসবে। এই প্রকল্পে নদী ও ঝোড়া থেকে জল  তোলা হবে এবং গভীর নলকূপ বসানো হবে যেগুলি সৌর শক্তিতে চলবে। এই পরিষেবার জন্য কোন কর দিতে হবে না। এই প্রকল্প চালু হলে প্রায় ১০ হাজার কৃষকের  মুখে হাসি ফুটবে।