১০০ দিনের কাজে প্রচুর বে নিয়ম উল্লেখ করলো কেন্দ্রীয় পর্যবেক্ষক দল

বাংলা ঘুরে ১০০ দিনের কাজ দেখে পর্যবেক্ষণ দল দিল্লিতে গিয়ে যে রিপোর্ট জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছেবিভিন্ন অনিয়ম রয়েছে ।প্রধান অনিয়ম গুলো হলো ,১০০ দিনের কাজে শিশু শ্রমিক ব্যবহার করা হয়েছে ।কাজ হয়নি অথচ বলা হয়েছে কাজ শেষ হয়েছে ,তথ্য বোর্ড নেই ২৫% প্রকল্প এলাকাতে । মাস্টার রোল নেই বেশ কিছু জায়গায় ,জব কার্ড এবং মাস্টার রোলের মধ্যে প্রচুর গোলমাল রয়েছে ।