গতকাল বইমেলার শেষের আগের দিন দেখা গিয়েছিলো ,লাইন দিয়ে লোক বই কিনছেন আর বাড়ি ফিরছেন ব্যাগ ভর্তি বই নিয়ে ।আর আজকে বইমেলার শেষ দিনে বেলা ২ টা থেকে শুরু হয়েছে মানুষের ভিড় মেলা প্রান্জনে । জানা যাচ্ছে পাঠকদের সুবিধার্তে রাত ৯ টা অব্দি খোলা থাকবে বইমেলা ,পরিসংখ্যান বলছে শনিবার অব্দি ২৩ লক্ষ্য মানুষের পা পড়েছে বইমেলা তে এই বারের মেলা ১৩ দিনের অথচ বই বিক্রি গতবারের থেকে ভালো ।
রাজ্য
গতকাল নবান্নে অনুষ্ঠিত হলো চা শিল্পের উন্নতি নিয়ে বৈঠক
চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা...