১৪ তারিক সারা জাগিয়ে মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ধূমকেতু

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ধূমকেতু ছবিটি ট্রেইলার রিলিজের দিনেই আন্দাজা দিয়েসিলো যে এই ছবিটি দর্শক মহলে ঝড় তুলবে । আইনক্স এবং পিভিআরের একাধিক সকাল ৭ -৮ মধ্যে শো রাখা হয়েছে এই সিনেমার জন্য ।জানা যাচ্ছে সকাল ৭ টা থেকে রাত অব্দি সব শো হাউসফুল হয়ে আছে । পর্যবেক্ষক দের মতে এই বাংলা ছবিটি প্রথম দুই দিনে দু কোটি টাকার ও বেশি ব্যবসা করতে পারে ।