১৮৯১ থেকে ১৮৯৫ রবীন্দ্রনাথ ও সাধনা পর্যায়ে

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  ২০ থেকে ৩০ বছর বয়েসের মধ্যে তার বেশ কয়েকটি  উল্লেখযোগ্য গীতি সংকলন  প্রকাশিত  হয়েছিল । এইগুলি  হলো প্রভাত  সংগীত শৈশব সঙ্গীত ,রবির  ছায়া ,কড়ি  ও কমল ইত্যাদি  এই সময়ে সাধনা  পত্রিকাতে রবীন্দ্রনাথের  বেশ কিছু উৎকৃষ্ট রচনা প্রকাশিত হয় ।তার সাহিত্য জীবনে এই  পর্যায়টি তাই সাধনা  পর্যায নামে  পরিচিত ।রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ  গ্রন্থের প্রথম ৮৪ টি গল্পের অর্ধেক ই  এই পর্যায়ের রচনা  তিনি এই ছোট  গল্পগুলির মাধ্যমে বাংলার গ্রামীণ  জীবনের আবেগময় ও শ্লেষাত্বক  চিত্র  এঁকেছিলেন ।