১৮ বছরের উর্ধের ব্যক্তিরাও প্রতিষেধক পাবেন আগামী ১ লা মে থেকে

১৮-৪৪ বছর বয়েসীরাও টিকা পাবেন ১ লা মে থেকে , কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন গতকাল বলেন যে করোনার
প্রতিষেধক নেওয়ার ব্যাপারে ১৮-৪৪ বছর বয়েসীদের ও টিকা করণের রাস্তা খুলে গেলো ।১ লা মে থেকে তারা টিকা পাবেন ,২৮ সে এপ্রিল থেকে নাম লেখানো শুরু করা যাবে বলেন জানান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ।ইচ্ছুক ব্যক্তিরা কোউইন পোর্টাল অথবা আরোগ্য সেতু তে নাম নথিভুক্ত করাতে পারবেন ,আবার কেউ যদি চায় টিকাকরণ কেন্দ্রে নাম লেখাতে পারবেন ।