খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অযোধ্যা রাম জন্মভূমি না বাবরি মসজিদ এই নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে কোর্টে যে মামলা চলছিল তাই নিয়ে ১৯৯১ সালে শীর্ষ আদালত নির্দেশ দেন ওই জায়গাটিকে তালা বন্ধ করে দেয়ার । কিন্তু পাশাপাশি এটিও নির্দেশ দেন “রাম লালার মূর্তিকে পুজোট করতে চাইলে তা হিন্দুরা করতে পারে । তার পরেই বিতর্ক বিবাদ শুরু হয় , এই পরিস্থিতি তে কর সেবকের দল বিতর্কিত বাবরি মসজিদের সৌদটি ভেঙে ফেলে ,তার পরে কোর্টের নির্দেশে এবং পাহারা তে রামলালার মূর্তিকে আলাদা সরিয়ে এনে পুজোর ব্যবস্থা করা হয় । বিতর্কিত জায়গায় টি কে ঘিরে রেখেছে সেনাবাহিনীর জওয়ানেরা অশান্তি এড়াতে ।