খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:২০১৬ সালে ভারতীয় সরকার ঠিক করলো এমন কিছু একটা করার যাতে আগের বছরের থেকেও এ বছর আরো বেশি লোক এই দিনটি পালন করার জন্য অংশ গ্রহণ করে। চন্ডিগড় শহর একটি অনুষ্ঠান আয়োজিত হলো যেটির নামকরণ করা হলো “দা ন্যাশনাল ইভেন্ট অফ মাস য়োগা ডেমোন্সট্রেশন”। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।