খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে , একাধিক সিনেমা তারকা দের দলে টানার কৌশল নিলো বঙ্গ বিজেপি । দলে যোগ দেয়া টলিউড অভিনেতা ও অভিনেত্রীদের পাশাপাশি ,বিশিষ্ট ব্যক্তি খেলোয়াড় ও সংগীত জগতের লোকেদের ও বিধানসভা নির্বাচনে টিকিট দেয়ার পরিকল্পনা আছে । তাদের লক্ষ্য জনপ্রিয় মুখেদের প্রার্থী করা । পিসি সরকার ,বাপি লাহিড়ী ,কুমার শানু মত লোকেরা বিজেপি তে যোগ দিলেও তারা সক্রিয় ভাবে দলের কাজে আসেনি । তাদের লক্ষ্য সক্রিয় সেলেব্রিটিদের দলে আনা ।